সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

১৮:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২১

৪১১৭

পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি 

পর্যাপ্ত পরিবহন সুবিধা সরবরাহ না করে চূড়ান্ত পরীক্ষা নেওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনা সংকটেও প্রায়ই গাদাগাদি করে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করতে হওয়ায় স্বাস্থ্যঝুঁকির আশংকা করছেন তাঁরা।

জানা যায়, করোনা সংকটে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর সেশনজটের শঙ্কায় ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ধাপেধাপে অন্যান্য সেমিস্টারেরও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নিতে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়সূত্রে জানা যায়, প্রায় সবকটি বিভাগেই বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা চলমান। তাছাড়া শেষবর্ষ থেকে শুরু করে প্রথমবর্ষ পর্যন্ত অন্তত ৮০ শতাংশ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার রুটিন ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বাকি ২০ শতাংশের রুটিনও শীঘ্রই প্রকাশ করা হবে। এছাড়া বিভিন্ন বিভাগের মিডটার্মও চলমান। এতে প্রায় সব ব্যাচের শিক্ষার্থীরাই নিয়মিত কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করেন। তবে পর্যাপ্ত বাসের অভাবে প্রায়ই গাদাগাদি করে যাতায়াত করতে হয় তাদের। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে স্টাটাস দেন। সেখানে তিনি বলেন, 'করোনার মধ্যেও আমাদেরকে গাদাগাদি করে বাসে যাতায়াত করতে হয়। অথচ বাকি বাসগুলো অব্যবহৃতই পড়ে আছে। আমাদের নিরাপত্তা কোথায়?'

 নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রকিবুল হাসান বলেন, 'ক্লাস বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের সংখ্যা কম হওয়ার পরও নিয়মিত বাদুড় ঝুলে ক্যাম্পাসে যাতায়াত করতে হয়। অথচ প্রশাসন এসব বিষয়ে উদাসীন।'

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা অন্তত আটটি বাস থাকলেও বর্তমানে মাত্র তিনটি বাস শিক্ষার্থীদের আনা-নেওয়া করছে। বাকি পাঁচটি বাসই অব্যবহৃত পড়ে আছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, 'বর্তমানে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস চলাচল করলেও চাহিদার আলোকে এ সংখ্যা বাড়ানো হবে। এ ব্যাপারে আমি পরিবহন পুলের সাথে কথা বলবো।'
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত